ইসলামী বিশ্বের বিখ্যাত ক্বারি আবদুল বাসিত মুহাম্মদ আবদুল সামাদের সূরা মারইয়ামের তেলাওয়াতের একটি অংশ নিচে তুলে ধরা হল:
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا ﴿۳۳﴾
এবং শান্তি আমার প্রতি যেদিন আমি জন্মগ্রহণ করেছি ও যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব।’
ذَلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ قَوْلَ الْحَقِّ الَّذِي فِيهِ يَمْتَرُونَ ﴿۳۴﴾
এ হল মারইয়াম-তনয় ঈসা (-এর বৃত্তান্ত), সেই সত্য কথা যার ব্যাপারে তারা সংশয়গ্রস্ত।
مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ ﴿۳۵﴾
আল্লাহর পক্ষে উপযুক্ত নয় যে, তিনি কাউকে সন্তানরূপে গ্রহণ করবেন; তিনি পবিত্র, মহামহিম। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।